ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

প্রকাশিত: ১৮:১৩, ৩ এপ্রিল ২০২২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাতে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন (৫২) ও তার স্ত্রী রেহেনা বেগম। তাদের বাড়ি মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকায়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান,খুলনা থেকে মোটরসাইকেল যোগে ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন। পথে বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় রেহেনা বেগম ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের লাশ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অপরদিকে, এদিন সন্ধ্যায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের তুলাতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় পিকআপ চাপায় আব্দুস সাত্তার শেখ (৮৫) নানে এক বৃদ্ধ নিহত হন। নিহত সাত্তার শেখ মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের কাদের শেখের ছেলে। এছাড়া, বাগেরহাটের সদর উপজেলার সুকদাড়া নামক স্থানে পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৫) নামের এক মাটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই সময়ে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হন। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে। উল্লেখিত ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও পিকআপ আটক করলেও চালককে ধরতে পারেনি।
×