ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশিত: ২১:২৪, ২৫ মার্চ ২০২২

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

অনলাইন রিপোর্টার ॥ রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। শ্রদ্ধা গ্রহণে অধীর আগ্রহে যেন বুক পেতে আছে জাতীর সূর্য সন্তানরা। শহীদের স্মৃতি ধারন করে আছে ১০৮ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। বাঙালি মায়ের ৩০ লাখ সূর্য সন্তানের স্মৃতিবিজড়িত সৌধ এটি। রাত পোহালেই দিনের প্রথম প্রহরে যেখানে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সকল স্তরের মানুষ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় সৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শেষ হয়েছে লাল সবুজ আর বাহারি ফুলে ফুলে স্মৃতিসৌধ সাজানোর কাজ। ধুয়ে মুছে পরিপাটি করা হয়েছে পুরো সৌধ প্রাঙ্গণ। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা। চলছে তিন বাহিনীর মহড়া ও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দিবসটির প্রায় ১ মাস আগে থেকেই সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শেষ হয়েছে আলোকসজ্জার কাজ। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, স্বাধীনতা দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা স্মৃতিসৌধের পার্শবর্তী এলাকার সকল নাগরিকদের তথ্য নিয়েছি। আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।

আরো পড়ুন  

×