ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাভারে গণটিকা নিতে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ১৮:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

সাভারে গণটিকা নিতে উপচে পড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমে পৌরসভাসহ সাভারের ১২ টি ইউনিয়নের ২৬টি কেন্দ্রে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। এদিন ভোর থেকেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত নবনির্মিত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট সেন্টারে টিকা নিতে কেন্দ্রে আসতে থাকে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র যেন জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষকে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এতে একপর্যায়ে তৈরি হয় বিশৃঙ্খলার। এদিকে আশুলিয়ার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ছিল মানুষের ভিড়। টিকা প্রত্যাশীদের লাইন স্কুলমাঠ ছাড়িয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ ফুটপাতে চলে আসে। এ সময় কয়েক জন পোশাক শ্রমিক জানান, কারখানা থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে সকাল আটটা থেকে দাড়িয়ে আছি। টিকা নিয়ে আবার কারখানাতে যেতে হবে। তবে দীর্ঘ এ লাইন কখন শেষ হবে বুঝতে পারছিনা। কারখানাতে যেতে দেরি হলে ভেতরে প্রবেশ করতে দিবেনা, একদিনের টাকা কেটে নিবে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসনের একাধীক সূত্র জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ডসহ প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের ছিল উপচে পড়া ভিড়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, অন্যদিনের তুলনায় আজকের অবস্থা খুব খারাপ। হাজার হাজার মানুষ টিকা নিতে ভিড় করছে। আমি নিজে মাইকিং করছি মানুষ যাতে সুষ্ঠুভাবে টিকা নেয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, টিকা কেন্দ্র গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে আনসার ও বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠন কাজ করছে।
×