ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গোপালগঞ্জের মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২০:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২২

গোপালগঞ্জের মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীকে (২৪) গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদরের চৌরঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাঈম উপজেলার প্রভাকরদী গ্রামের মোর্শারফ কাজীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ২১ জানুয়ারি ছাত্রলীগ নেতা নাঈম কাজী ও তার সহযোগীরা এক তরুণীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। কয়েকদিন পর তাকে বাড়ির পাশে ফেলে রেখে যায়। এরপর এ ঘটনায় তরুণীর পিতা নাঈমকে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর গোবিন্দ লাল দে জানিয়েছেন, কোর্টের নির্দেশে বৃহস্পতিবার থানায় মামলা রুজু হওয়ার পর রাতেই অভিযুক্ত নাঈম কাজীকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
×