ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

প্রকাশিত: ১৮:০৫, ১২ ডিসেম্বর ২০২১

৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় ইসাহাক আলী (৩১) নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ রবিবার দুপুরে এই রায় প্রদান করেন। একই সাথে দন্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ইসাহাক আলী পার্বতীপুর উপজেলার আমেরিক্যান ক্যাম্পপাড়ার ফিরোজ মিয়ার ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ৫ অক্টোবর বিকালে বাড়ীর পাশে খেলার সময় ৯ বছর বয়েসী এক শিশুকে ইছাহাক তার বাড়ীতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ইছাহাকের হাতে কামড় দিয়ে বাড়িতে পালিয়ে যায়। শিশু বাড়ীতে গিয়ে মাকে বিষয়টি জানায়। ৮ অক্টেবার শিশুর পিতা বাদী হয়ে ইছাহাককে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ইছাহাককে গ্রেফতার করে। ইছাহাক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। সে ইতিপূর্বে এ ধরনের আরও কর্মকান্ডের সাথে জড়িত ছিল। বিকালে আসামীকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ তৈয়বা বেগম ও আসামী পক্ষে এ্যাডঃ খাইরুল আলম পরিচালনা করেন।
×