ইবি সংবাদদাতা ॥ গুচ্ছ ব্যতিরেখে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার শতকরা ৮৬ ভাগ।
এবারের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ২৪০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ১ হাজার ৩১৯ জন।
তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ১৪০ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭৯ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।