ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬:২৬, ৮ সেপ্টেম্বর ২০২১

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন । বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ রেজাউল করিম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান রুহুল ইসলাম প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সারাদেশেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সবাই মানুষদেরকে সু-স্বাস্থ্য খাবার নিশ্চিত করার জন্য হোটেলগুলোতে নিয়মিত ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে। শুধু মাত্র জেল-জরিমানা দিয়ে মানুষকে জচেতন করা সম্ভব নয়। মানুষ সচেতন হতে হবে। সচেতন না হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে। এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ রেজাউল করিম জানান মুজিব বর্ষ উপলক্ষে দেশের ১০০টি রেস্টুরেন্টকে সেইভ ফুডের আওতায় আনা হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে নজড় এ্যাপসের মাধ্যমে অনলাইনে মনিটরিং করা হবে এবং দেয়া হবে ব্যবসায়ীদেরকে বিশেষ প্রশিক্ষণও।
×