ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

গাইবান্ধার ফুলছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১৫:২০, ১০ জুলাই ২০২১

গাইবান্ধার ফুলছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ চলমান করোনার পরিস্থিতি মোকাবেলায় রংপুর বিভাগের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে শনিবার গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ১০০ দুস্থ অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. ইশতিয়াক বিন ইউসুফ জি এবং লেফটেন্যান্ট মো. আবরার হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ৩৩০ মিলি লিটার, চিনি ১ কেজি, সাবান ১টা ও আটা ১ কেজি।
×