ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মাধবপুরে সড়কের গাছ চুরি

প্রকাশিত: ১৪:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

মাধবপুরে সড়কের গাছ চুরি

নিজস্ব সংবাদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চক্র। গত কয়েক বছর আগে সড়ক ও জনপথ বিভাগ জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর থেকে ডাকা সিলেট পুরাতন মহাসড়কের দুপাশে সাতছড়ি পর্যন্ত বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করে। গাছগুলো বেশ বড় হয়। কিন্তু গত কয়েক মাস ধরে হঠ্যাৎ করে সুরমা চা বাগান ও সাতছড়ি বন এলাকার মহাসড়কের দুপাশের শত শত গাছ রাতের আধারে কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। স্থানীয় পাহাড়ী চা শ্রমিক জানান, জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর থেকে সাতছড়ি জাতীয় অভয়ারণ্য পর্যন্ত সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। দিনে গাছ গুলো দেখা গেলেও রাত পোয়ালেই গাছগুলো আর দেখা যায়না। এমন ভাবে গত কয়েক মাসে গাছগুলো পাচার হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগের অভিযোগ রাতের বেলায় চা বাগানের নৈশ প্রহরী, বনবিভাগ ও পুলিশের নিয়মিত টহল থাকার পর কিভাবে গাছ গুলো পাচার হয়েছে তা রহস্যজনক। তেলমাছড়া বনবিভাগের বিট অফিসার নাসির উদ্দিন জানান, রাতের বেলা মহাসড়কে বনবিভাগের কোন টহল থাকেনা। সীমিত জনবল নিয়ে বনবিভাগের সম্পদ রক্ষায় বনরক্ষীরা ব্যস্ত থাকে। সড়ক ও জনপথের সেকশন অফিসার সাদ্দাম হোসেন বলেন, সরকারী সম্পদ গাছগুলো চুরি রোধ করা দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর তাদের চোখে ফাকি দিয়ে গাছগুলো কিভাবে পাচার হলো তা আমাদের বোধগম্য হচ্ছেনা। বিষয়টি আমরা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করব। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কারো দায়িত্ব অবহেলায় গাছ চুরি হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×