স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে দশটি অস্ত্র উদ্ধার ও দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রা্ব। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৯টি এসবিবিএল ও ১টি ওয়ানশুটার গান রয়েছে। মোট ১০ টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫ । সোমবার বিকেলে এ অভিযান পরিচালিত হয় বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক আসামি টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মৃত আমির হোসেনের পুত্র মো: সৈয়দ হোসেন এবং হ্নীলা মুছনি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত আজিজুল হকের পুত্র বদি আলম।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দমদমিয়া গ্রামস্থ ওমরখাল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাসি করে ৯টি এসবিবিএল ১টি ওয়ানশুটার গানসহ ১০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামিরা জিজ্ঞাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে আসছে। অস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।