ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন আজ, স্বাস্থ্যবিধি মেনে পালনের আহ্বান মন্ত্রী রাসেলের

প্রকাশিত: ১৩:১৪, ৯ নভেম্বর ২০২০

আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন আজ, স্বাস্থ্যবিধি মেনে পালনের আহ্বান মন্ত্রী রাসেলের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ প্রখ্যাত শ্রমিক নেতা আওয়ামীলীগের টঙ্গী-গাজীপুর ২ আসনের এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন আজ সোমবার। জন্মদিন উপলক্ষে টঙ্গী-গাজীপুরে দলীয় ও পারিবারিক ভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জনকণ্ঠকে জানান, জন্মদিন উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার এমপি'র জন্ম স্হান গাজীপুরের হায়দ্রাবাদে সকাল থেকে কোরানখানী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী টঙ্গী আওয়ামীলীগ কার্যালয়ে ও বিকালে টঙ্গী চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে থাকছে জনসমাবেশ।আহসান উল্লাহ মাস্টার এমপি'র পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি করোনা সময়ে স্বাস্থ্য বিধি মেনে তাঁর বাবার জন্ম দিনের অনুষ্ঠান পালনে সকলের সহযোগিতা চেয়েছেন। এদিন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও জনকল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজনে জন্ম দিন পালন করবে। ১৯৫০ সালের ৯ নবেম্বর গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টার এমপি জন্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশ শ্রমিকলীগের সভাপতি ছিলেন। উল্লেখ করা যেতে পারে, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে জনসভা চলাকালে দিনেদুপুরে একদল সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারান আহসান উল্লাহ মাস্টার এমপি।
×