ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

জয়পুরহাটে অস্ত্রসহ ও মাদক ব্যবসায়ী রশীদ গ্রেফতার

প্রকাশিত: ১৫:৪০, ২০ অক্টোবর ২০২০

জয়পুরহাটে অস্ত্রসহ ও মাদক ব্যবসায়ী রশীদ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, গুলি ও ম্যাগাজিনসহ আব্দুর রশীদ নামের এক শীর্ষ অস্ত্র এবং মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব। আটক অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর সীমান্ত এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে । এমন গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব গতকাল মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সেখান থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ আব্দুর রশীদকে হাতেনাতে গ্রেফতার করে। তিনি আরো জানান আটক আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। সে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত।
×