স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর এবার জেলা পুলিশের সাতজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে জেলা পুলিশের ২য় সর্বোচ্চ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনও আছেন। এছাড়া আরও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও বদলি তালিকায় আছেন। এদের মধ্যে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের বিশেষ শাখার সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বদলী হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন নতুন কর্মস্থল (ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আদিবুল ইসলাম (মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার), কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজওয়ান আহমেদ (গাজিপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার), মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত (চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার), ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক (চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার), চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো: মতিউল ইসলাম (নোয়াখালীর সহকারী পুলিশ সুপার), ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম (চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)এর সহকারী পুলিশ কমিশনার)।
তবে একযোগে কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ এই ৭ কর্মকর্তাকে কেন বদলি করা হয়েছে তা পুলিশের কোন সূত্রই নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, মেরিন ড্রাইভে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান খুন হওয়ার পর জেলা পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসাবে ওই ৭ কর্মকর্তাকে বদলি করা হয়ে থাকতে পারে। এদিকে একযোগে ৭ পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে জেলাজুড়ে আলোচনার ঝড় বইছে। তবে পুলিশর কেউ এই নিয়ে মুখ খুলছেন না।