স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরো ৭ জন শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ৭ ও ৮ জুনের প্রেরিত নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
করোনা পজিটিভ ব্যাক্তিদের মধ্যে নীলফামারী সদরে ৪ জনের মধ্যে পৌর শহরের কলেজপাড়ার সাবদার আলীর (৭০) গত ৭ জুন নমুনা নেয়া হয়। নমুনা নেয়ার ৩ দিন পর গত ১০ জুন সকাল ৭টায় নিজ বাড়িতে মারা যায়। জেলা সদরের অপর তিনজনের মধ্যে ২০ বছরের এক যুবক বিজিবিতে চাকুরী জন্য প্রশিক্ষনে যোগদানের পূর্বে নমুনা পরীক্ষায় পজিটিভ হয়। এ ছাড়া পঞ্চপুকুর ইউনিয়নের হাজিপাড়ায় এক যুবক, চড়াইখোলা ব্যাঙমারী কমিউনিটি ক্লিনিকের এক নারী স্বাস্থ্য কর্মী।
ডিমলা উপজেলায় পজেটিভ ২ জন হলো উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ও তার স্ত্রী এবং কিশোরীগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া জেলার ডোমার উপজেলার নাজমুল হক (৩৫) নামের এক ব্যাক্তি ঢাকার কাওরান বাজারে তার কর্মস্থলে অবস্থানে কালে নমুনা পরীক্ষায় গত ৮ জুন রির্পোটে করোনা পজিটিভ হয়। ওই ব্যাক্তি ঢাকায় চিকিৎসা না নিয়ে নীলফামারীর ডোমার উপজেলা হাসপাতালে এসে আইশলেশন ওয়াডে ভর্তি হওয়ায় এ জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৩৫জন। করোনা পজিটিভ হয়ে মৃত্যু বরণ করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৪ জন। আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন।
সুত্র মতে জেলার ছয় উপজেলার মধ্যে করোনা শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৭৭, ডিমলা উপজেলায় ৪৪, জলঢাকা উপজেলায় ৪১,সৈয়দপুর উপজেলায় ২৯, ডোমার উপজেলায় ২৮ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৬ জন।