ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

৭১ টিভি’র গাজীপুরের সাংবাদিক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০৯:৪১, ১৫ এপ্রিল ২০২০

৭১ টিভি’র গাজীপুরের সাংবাদিক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কর্মরত ৭১ টিভির সাংবাদিক ইকবাল আহমেদ সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথাসহ করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে ভুগছিলেন ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার। সোমবার তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তিনিসহ তার পরিবারের চার সদস্যকে গাজীপুর শহরের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার তার পরিবারের অন্যদের নমুনা নেয়া হবে এবং তার সংস্পর্শে যাওয়া সাংবাদিকদসহ অন্যদেরও স্যাম্পল সংগ্রহ করা হবে। গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কাপাসিয়ায় উপজেলায় ১৬জন, কালিয়াকৈর উপজেলায় ৩জন, কালীগঞ্জ উপজেলায় ৫জন এবং শ্রীপুর উপজেলায় ৪জন। এ নিয়ে বুধবার পর্যন্ত গাজীপুর জেলায় মোট ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
×