ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

করোনার সংক্রমণ প্রতিরোধে মশিকের নানামুখী উদ্যোগ

প্রকাশিত: ০৩:০১, ১২ এপ্রিল ২০২০

করোনার সংক্রমণ প্রতিরোধে মশিকের নানামুখী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে নগরীর মোড়ে মোড়ে সাবান পানি দিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা, ব্লিচিং পাউডার ও পানি দিয়ে রাস্তা পরিষ্কার, স্বাস্থ ও পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে পিপিই, হ্যান্ড স্যানিটারাইজ ও মাস্ক বিতরণ, সচেতনতামূলক মাইকিং এবং মশক নিধনে স্প্রে করাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসবের বাইরে কম আয়ের মানুষের জন্য নগরীর ৩৩টি ওয়ার্ডে খাদ্য সহায়তাও দিচ্ছে সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃশ্যমান এসব উদ্যোগ নগরবাসীকে স্বস্তি দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত রাখার দাবি নগরবাসীর। নগরীর ব্যস্ততম বানিজ্যিক এলাকা গাঙিনাপাড় ট্রাফিক মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড়,চরপাড়া মোড়, পাটগুদাম ব্রীজ মোড়সহ মোড়ে মোড়ে, স্থানীয় বাজারে, পাড়া মহল্লায়, সরকারী বেসরকারী অফিসের সামনে, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের সামনেসহ অসংখ্য খোলা জায়গায় বসানো হয়েছে পানির টেপ ও সাবান পানি দিয়ে হাত ধোওয়ার অস্থায়ী ব্যবস্থা। নানা কাজে বাইরে আসা কর্মজীবী মানুষ যাতে যে কোন মোড়ে যে কোন সময় করোনা পরিস্থিতি সতর্কতায় হাত ধুইয়ে নিতে পারে সেজন্যই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই উদ্যোগ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকারমুল হক টিটু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় নগরবাসীকে জীবাণূমুক্ত রাখতে সিটির ৩৩ টি ওয়ার্ডে ৩১৪টি ছাড়াও বস্তি এলাকার জন্য ৯৪টি জায়গায় সাবান পানি দিয়ে হাত ধোওয়ার এই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পালা করে নগরীর প্রতিটি প্রধান সড়কে ব্লিচিং পাউডারযুক্ত পানি ঢেলে নিয়মিত জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবায় নিয়োজিত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০পিস পিপিই ও ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং ময়মনসিংহের সিভিল সার্জনকে ১২০পিস পিপিই ও ৩০০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ময়মনসিংহ সিটির পরিচ্ছন্ন কর্মীদের সুরক্ষায় ৫০০ পিস হ্যান্ডগ্লাভস, ৫০০ পিস গামবুট ও ১০০০ পিস মাস্ক, ময়মনসিংহ সিটির স্বাস্থ্য কর্মীদের ব্যাক্তিগত সুরক্ষায় ১০০ পিস পিপিই সরঞ্জাম ও ময়মনসিংহ পুলিশের কর্মরত সদস্যদের জন্য ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ দিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর প্রতিটি ওয়ার্ডের জন্য ১০০ মিলির ২২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৪৪০০ কেজি ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। ময়মনসিংহ নগরীকে করোনা ভাইরাস মুক্ত ও মশক নিধনে ৭৫টি হ্যান্ড স্প্রে এর সাহায্যে প্রতিনিয়ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সংক্রামক ব্যাধির সূর্যকান্ত হাসপাতাল, সরকারী বেসরকারী অফিস আদালত প্রাঙ্গন ও ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ময়মনসিংহ সিটি মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার হত দরিদ্র পরিবার ও সিটির পক্ষ থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডে কম আয়ের ৬৬০০ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন জানান , পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনা প্রতিরোধ ও মশক নিধনে ইউএনডিপি সহায়তায় এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।
×