ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

কাপাসিয়ায় শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু ॥ নমুনা পরীক্ষার দাবি এলাকাবাসীর

প্রকাশিত: ০৯:৩৮, ৬ এপ্রিল ২০২০

কাপাসিয়ায় শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু ॥ নমুনা পরীক্ষার দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাপাসিয়ায় সোমবার এক গৃহবধূ (২৫) মারা গেছেন। তার পরিবারের সদস্যদের দাবি, করোনা আক্রান্তের লক্ষণ নিয়ে মারা যাওয়া ওই গৃহবধূ গত প্রায় একসপ্তাহ যাবত শ্বাসকষ্ট, জ্বর, গলা ও শরীর ব্যাথায় ভুগছিলেন। তবে চিকিৎসকদের দাবি, ওই গৃহবধূ প্রায় তিনবছর যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন এবং নিয়মিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও খন্দকার পাড়া এলাকার দুই সন্তানের জননী ওই গৃহবধূ (২৫) সপ্তাহ খানেক আগে বাড়ির পাশে ছাগল চড়ানোর পর জ্বরে ভুগতে থাকেন। বাড়ির লোকজন জ্বিন ভুতের কুদৃষ্টি হয়েছে সন্দেহ করে কবিরাজী চিকিৎসা করান। গত তিনদিন যাবত জ্বরের পাশাপাশি তার গলা ও শরীর ব্যাথা শুরু হয়। ব্যাথার যন্ত্রণায় তাকে চিৎকার ও কান্নাকাটি করতে শুনেছে প্রতিবেশীরা। তিনি স্বামী সন্তানসহ বাড়ির দ্বিতল ভবনের দোতলায় থাকতেন। পরিবার ও প্রতিবেশীরা নিহতের করোনা সংক্রান্ত পরীক্ষার নমুনা সংগ্রহের দাবি করেছেন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে ১০ মার্চ হতে সোমবার পর্যন্ত প্রাতিষ্ঠাণিক ও হোম কোয়ারেন্টাইনে ছিলেন মোট ২৬৩৮জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৩৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে ২৫৫৬জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। জেলায় এপর্যন্ত দু’জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদেরকে আইসোলেশনের জন্য রাজধানী উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।
×