নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ করোনা ভাইরাসের মোকাবেলায় হঠাৎ করে গাইবান্ধা জেলায় কুইনাইন ঔষুধ কেনার হিড়িক পড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রিকোনিল, ক্লোরোকুইন, এ্যাবলোকক্লোক, এ্যাবলোকুইন, জ্যাসোকুইন এই ধরণের কুইনাইন জাতিয় ঔষুধ খেলে করোনা ভাইরাস দমনের কাজ করে এই ভুয়া বানোয়াট ভিত্তিহীন গুজবের ভিত্তিতে বিক্রির হিড়িক পড়েছে।
উল্লে¬খ্য, এই জেলার বাইরে অন্য জেলা থেকে প্রতিপাতা ১০টি এইসব ১০/১২ টাকা মূল্যের ঔষুধ বিক্রি হচ্ছে ১২০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে রেজিস্ট্রাড ঔষুধের দোকানের মালিকরা বলছে, এটি একটি গুজব। এইসব ঔষুধ রেজিস্ট্রাড ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া দেয়ার কোন নিয়ম নেই। তবে কোন কোন ক্ষেত্রে এইসব ঔষুধ অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে গোপনে। যা কোনক্রমেই সংগত নয়।
এব্যাপারে একজন চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে, এ কুইনাইন জাদিয় ঔষুধ এমনিতে খেলে রক্ত শূন্যতা জনিত অসুখ, লিভারের সমস্যা এবং প্রচন্ড শারীরিক দুর্বলতাসহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সুনির্দিষ্ট অসুখ ছাড়া এবং রেজিস্ট্রার্ড ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোনক্রমেই এই ঔষুধ কারই গ্রহণ করা উচিত নয়।