নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজার এলাকা থেকে দুই’শ ৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আবদুস ছালাম গাজীকে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। এ ঘটনায় আজ শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।
পুলিশ সুত্র জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ারী গ্রামের ইসমাইল গাজীর ছেলে আবদুল ছালাম গাজী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে ছালাম খেকুয়ারী বাজারে ইয়াবা বিক্রি করতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রিরত অবস্থায় গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে আবদুস ছালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা করেছে। ওইদিন দুপুরেই তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুস ছালাম গাজীকে গ্রেফতার করেছি। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মাদক বিক্রেতা আবদুস ছালাম গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।