নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ রবিবার দুপুরে টঙ্গী বিসিকের তাজ ওয়াসিং কারখানার লিফট ছিড়ে জুলহাস মিয়া (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জুলহাস মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের মাস্টার বাড়ি গ্রামের মৃত রহমত আলীর ছেলে। সে টঙ্গী বিসিক আটারকল এলাকায় স্ত্রী, দুই কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী আজিজুল হক জনকণ্ঠকে জানান, কারখানার চতুর্থ তলা থেকে জুলহাস মালামাল নিয়ে লিফটে করে নিচে নামছিল। এ সময় হটাৎ বিকট শব্দে লিফট ছিড়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত আবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনার পর পর তাজ ওয়াসিং কারখানার মালিক পক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে শ্রমিক-কর্মচারীদের বিদায় করে দেয়া হয়েছে।
কারখানার আশপাশের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মাত্র দুই মাস পূর্বে এই কারখানার যাত্রা শুরু হয়। টঙ্গী পূর্ব থানায় ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগ ব্যবস্হা নেয়া হবে।