ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রায় ১৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৪:৫৭, ২ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে প্রায় ১৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে শতাধিক নৌ পুলিশের উপস্থিতিতে এ অভিযান চলে। রবিবার রাত ১২ টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, আমাদের নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আধারে অবৈধ কারেন্ট জাল তৈরী করা হয়ে থাকে। এরই সূত্র ধরে আমরা এই অভিযানে চালাই। অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৪ লাখ ২২ হাজার ৬ শ’ টাকা। লোহার রোল ৬টি জব্দ করা হয়। এরমধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ^রী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বাকী ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ করে রাখা হয়েছে। এসব মামলামালের আনুমানিক মুল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা। তবে এ সময় কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা যায়নি।
×