নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার টঙ্গীর সাতাইশের তিলারগাতি ও বিসিক এলাকায় ৩ টি তৈরী পোষাক কারখানা পরিদর্শন করেছেন জার্মানীর অর্থনীতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জের্ড মুলার ।এরা জার্মানের পোষাক যাচাই-বাছাই ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালনকারী দলের প্রতিনিধি। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। জার্মান মন্ত্রী জের্ড মুলার এতে প্রধান হিসাবে নেতৃত্ব দেন।
পরিদর্শনকালে মন্ত্রী জের্ড মুলার, বাংলাদেশের পচনশিল বোতাম রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সুষ্ঠ কর্ম পরিবেশ, ন্যায্য মজুরি, উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অলোচনা করা হয়। ২০ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে কারখানা পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শন করা কারখানা গুলো হচ্ছে, রয়েল ফুড ওয়ার লিঃ, টিভোলী এ্যাপারেলস লিঃ ও রেডিসন এ্যাপলেস লিঃ। টিভোলী এ্যাপারেলস লিঃ কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকতা ফরিদুল ইসলাম জানান, মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ সম্পের্কেও ব্যাপক আলোচনা হয়েছে।