ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

৬৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৯:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২০

৬৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মুক্তারপুর এলাকায় বিভিন্ন কারখানা থেকে ২ কোটি ১৫ লক্ষ ১০ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭৬ হাজার ৪৪০ টি সুতার ববিন জব্দ করা হয়েছে। নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশনায় অভিযান মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬৫ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টাকা। এটি সাম্প্রতিক কালের বড় অভিযান। পরে পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও মুন্সীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের উপস্থিতিতে মুক্তারপুর পান্না সিনেমা হলেরর সামনে জব্দকৃত মালামল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে ঢাকা অঞ্চল নৌপুলিশ অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবের নেতৃত্বে আরও অংশ নেন ঢাকা নৌপুলিশ অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বিপিএম পিপিএম, ঢাকা নৌ পুলিশের (ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার বিএম হারুন রশিদ, ঢাকা নৌ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম, ঢাকা অতিরিক্ত নৌ পুলিশ সুপার মো. মাহফুজ্জামান সরকার, জেলা মৎস কর্মকর্তা সুনীল মন্ডল, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, মুন্সীগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমান, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য ইন্সপেক্টর কবির হোসেন ও মুক্তারপুর নৌ ফাড়ির ইনচার্জ মো. নেওয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
×