ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ মডেল ॥ আইজিপি

প্রকাশিত: ০৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ মডেল ॥ আইজিপি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ এখন মডেল। সারা পৃথিবীতে জঙ্গীবাদ নির্মূল হয়েছে এটি কেউ দাবি করতে পারে না। তবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। বাংলাদেশ থেকে কার্যকরী ভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের অবকাঠামোগত ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে রাজার বাগে প্রথম পুলিশ সপ্তাহে বলেছিলেন, এই পুলিশ বৃটিশ কিংবা পাকিস্তানের পুলিশ নয়। এই পুলিশ স্বাধীন বাংলাদেশের পুলিশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন পুলিশ হবে জনগণের পুলিশ। জনগণের পুলিশ হওয়ার জন্য মুজিব শতবর্ষকে সামনে রেখে সারা বছর জনগণের সাথে আরও পুলিশী ভিতি দূর করতে কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন, মাদক একটি খারাপ নেশা এটিকে পরিবার থেকে বুঝতে হবে। পুলিশ শুধু অভিযান বিষয়ের উপরে নয় অভিযানের সাথে সাথে মানুষকে সচেতন করতে সারা বাংলাদেশে কাজ করছে। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণার কারণে মাদক নির্মূল পুলিশের প্রধান কাজ। সমাজকে বাচাতে হলে, যুব সমাজকে বাচাতে হলে, নতুন প্রজন্মকে বাচাতে হলে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করতে আরও কঠোর হবে পুলিশ। জনগণের পুলিশ হতে পারে জনতার পুলিশ হতে পারে এই জন্যই 'পুলিশ জনতা জনতাই পুলিশ'এই শ্লোগান দেওয়া। জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সে জন্য পুলিশ কাজ করছে। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পটুয়াখালী পুলিশ লাইন্স অস্ত্রগার এর নতুন ভবন উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি প্রস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) এর ভিত্তি প্রস্থর স্থাপন, জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×