অনলাইন ডেস্ক ॥ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৬টার মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে।
এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা বিগত কয়েক দশকের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।