ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকছে নতুন চমক

প্রকাশিত: ০৪:৫১, ৭ ডিসেম্বর ২০১৯

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকছে নতুন চমক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সেরা আয়োজনে বিভাগীয় শহর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র বিন্দুস্থল বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে-আজকের সম্মেলনকে ঘিরে নতুন কমিটিতে আসছে নতুন চমক। সম্মেলন স্থান নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানসহ প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সম্মেলনকে ঘিরে নির্মাণ করা হয়েছে সু-বিশাল নয়নাভিরাম তোরণ। সাঁটানো হয়েছে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। সম্মেলনকে সামনে রেখে পুরো নগরীতে সাজসাজ রব বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধণ করবেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত হোসেন হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন। হিরণের মৃত্যুর পর ২০১৬ সালে ২০ অক্টোবর মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই কমিটিতে এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি, এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে যুগ্ম সম্পাদক করা হয়। সূত্রে আরও জানা গেছে, ২০১৪ সালে শওকত হোসেন হিরণের মৃত্যুর পর মহানগর আওয়ামী লীগ হ-য-ব-র-ল অবস্থায় পরে যায়। এরইমধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের হাল ধরে নেতাকর্মীদের ফের উজ্জীবিত ও সু-সংগঠিত করে তোলেন। মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সকল দল এবং সাধারণ মানুষের মধ্যে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে কে হচ্ছেন বিভাগীয় শহর বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কারা লড়বেন গুরুত্বপূর্ণ এ পদে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে নতুন কমিটিতে সভাপতি পদের জন্য চারজনের নাম আলোচনায় আসলেও সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার একক নাম শোনা যাচ্ছে। দলীয় সূত্রমতে, আজকের সম্মেলনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি পদ পেতে চার নেতা লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সিটি মেয়র শওকত হোসেন হিরণের সহধর্মীনি জেবুন্নেছা আফরোজ এবং বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন। সম্মেলন আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের সকল প্রস্তুতি শনিবার সকালে সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট, কর্মী-সমর্থক মিলিয়ে ২৫ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থান বিভাগীয় শহর বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন সম্মেলনে আসা কাউন্সিলদের ভোট ও সমর্থনের ওপর। এজন্য সম্মেলনের শেষ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্রে আরও জানা গেছে, যদি ভোট হয় তবে ৩৭১ জন ভোটার ভোট প্রদান করবেন। তবে ব্যালট নাকি কণ্ঠ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তা এখনও বলা যাচ্ছেনা। তবে গুরুত্বপূর্ণ এ শহরে মহানগর আওয়ামী লীগের বাহির থেকে এসে কারও নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই বলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করছেন। সবমিলিয়ে আজকের বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটিতে নতুন চমক আসবে বলে ধারনা করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
×