ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বরিশালে বোমা ফাঁটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৪:০৪, ৩ ডিসেম্বর ২০১৯

বরিশালে বোমা ফাঁটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলা সদরের বাজারে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বোমা ফাঁটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ২০/২৫ জনের ডাকাতদল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে প্রবেশ করে। এসময় তারা বোমা ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে বাজারের নৈশ প্রহরীদের জিম্মি করে রাখে। পরে ডাকাত সদস্যরা বাজারের তিনটি স্বর্ণের ও একটি মুদি দোকানে লুটপাট চালায়। ডাকাতরা মোট ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লাখ টাকার ওপরে লুট করে নিয়েছে। প্রায় আধাঘন্টার লুটপাট শেষে ডাকাতদল নদী পথে পালিয়ে যায়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, পাশাপাশি ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।
×