স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্থানীয় জনগণের জন্য নির্মিতব্য প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। পর্যটন নগরীর শহরতলী খুরুশকুলে আশ্রয়ন প্রকল্প ধীর দৃর্শমান হতে চলছে। ইতোমধ্যে কিছু কিছু কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যথা সময়ে তাও শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় জনসাধারণ বলেন, এ কাজ শেষ হলে নতুন দিগন্তের সুচনা হবে। এলাকার মানুষের জীবন যাত্রার মানের আমুল পরিবর্তন দেখা দেবে। কাজের অগ্রগতি দেখার জন্য কক্সবাজারে আসেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে তিনি প্রকল্পের কাজ সমুহ পরিদর্শন করেন। এসময় কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি তার সঙ্গে ছিলেন।
এর আগে মন্ত্রীপরিষদ সচিব ও বিমান বাহিনী প্রধান কক্সবাজারে পৌছান। বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রসঙ্গত, নতুন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সর্বপ্রথম কক্সবাজার সফরে আসেন।