ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

গফরগাঁওয়ে অপহৃত উদ্ধারসহ দুই অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৭, ২৭ নভেম্বর ২০১৯

গফরগাঁওয়ে অপহৃত উদ্ধারসহ দুই অপহরণকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরুল ইসলাম (৩৮) নামে এক অপহৃতকে উদ্ধার করে। এ সময় পুলিশ আল আমিন (২০) ও জাহাঙ্গীর (২৫) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেন। গত মঙ্গলবার রাতে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের জয়ধরখালী গ্রামে এ অভিযান চালানো হয়। অপহৃত কবিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন একবারপুর পাকাটোলা গ্রামের আইস উদ্দিন মাস্টারের ছেলে। অপহরণকারী আল আমিন পাগলা থানাধীন জয়ধর খালী গ্রামের ইসমাইল শেখের ছেলে ও জাহাঙ্গীর পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ বেলদিয়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত কবিরুল ইসলাম প্রায় এক বছর যাবত পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশন সংলগ্ন কাজী বাড়িতে বসবাস করে বৈদ্যুতিক টাওয়ার স্থাপনের কাজ করতেন। গত সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে কবিরুল ইসলামের মোবাইল নম্বর থেকে তার স্ত্রী নাজমা খাতুনকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায় কবিরুলকে অপহরণ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা বিকাশে পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। এ সময় অপহরণকারীরা কবিরুলকে মারধর করে। এতে নিরুপায় হয়ে কবিরুলের স্ত্রী অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বরে কয়েক কিস্তিতে ৫০ হাজার টাকা প্রেরণ করেন। কিন্তু টাকা পাওয়ার পর অপহরণকারীরা আরো ৫০ হাজার টাকা দাবি করে। এ অবস্থায় কবিরুলের পরিবারের লোকজন পরামর্শ করে শ্রীপুর থানা পুলিশের কাছে গেলে মোবাইল ট্যাকিং করে অপহরণকারীরা পাগলা থানা এলাকায় বলে জানান। পরে কবিরুলের ভাই শফিকুল ইসলাম পাগলা থানায় লিখিত অভিযোগ করলে মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্যাকিং করে জয়ধরখালী গ্রামে অপহরণকারী আল আমিনের বাড়ি চিহ্নিত করে এস আই আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এ সময় অপহৃত কবিরুলকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য আল আমিন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পুলিশ। পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফয়েজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে আমরা দ্রুত তথ্য প্রযুক্তির সহায়তায় সঠিক অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বলেন, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×