ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মাধবপুরে নদী পথে পাচারকালে মাদক ও আতশবাজি আটক

প্রকাশিত: ০৪:০১, ২৪ অক্টোবর ২০১৯

মাধবপুরে নদী পথে পাচারকালে  মাদক ও আতশবাজি আটক

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলার সোনাই নদীতে একটি নৌকা থেকে বিপুল পরিমান ভারতীয় মদ ও আতশবাজি আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদউল্ল্যাহর’র তথ্য মতে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ একদল পুলিশ মাধবপুর উপজেলা সদর এলাকার সোনাই নদীতে একটি নৌকাতে তল্লাশী করে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪/৫ জন চোরাকারবারি পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান-হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ পিপিএম বিপিএম তথ্য মতে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট কাউসারের। তার সহযোগি একই গ্রামের নৌকার মাঝি আপন মিয়াসহ অজ্ঞাত ৪/৫ নৌকায় করে ভারতীয় মদ ও আতশবাজি একটি চালান মাধবপুরে নিয়ে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
×