ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নওগাঁয় ব্যাংকের ১১৫ কোটি টাকা ঋন নিয়ে দম্পতি উধাও

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ অক্টোবর ২০১৯

নওগাঁয় ব্যাংকের ১১৫ কোটি টাকা ঋন  নিয়ে দম্পতি উধাও

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ শহরের সাউথইস্ট ব্যাংক শাখার ১১৫ কোটি টাকা ঋণ নিয়ে এক মারোয়ারী দম্পতি ভারতে পালিয়ে গেছে বলে ব্যাপক গুঞ্জন উঠেছে। ঘটনায় সাউথইস্ট ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা প্রধান কামারুজ্জামান নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করেছেন ওই দম্পত্তির বিরুদ্ধে। তারা হলেন, জেএন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোপাল আগরওয়ালা (৫৬) এবং তার স্ত্রী মেসার্স শুভ ফিড প্রোসেসিংয়ের স্বত্বাধিকারী দীপা আগরওয়ালা (৪৮)। তারা নওগাঁ শহরের লিটন ব্রীজ মোড়ের প্রধান সড়কে আখড়াবাড়ি সংলগ্ন জগন্নাথ ভবনের বাসিন্দা। ঘটনার পর থেকে শহরের অন্য ব্যাংকগুলো নড়েচড়ে বসেছে। পুরো ঘটনা শহরে তোলপাড় সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জেএন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোপাল আগরওয়ালা এবং মেসার্স শুভ ফিড প্রোসেসিংয়ের স্বত্বাধিকারী দীপা আগরওয়ালা ব্যাংকের নিকট থেকে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন ধরনের ঋণ সুবিধার জন্য আবেদন করলে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের নামে বিভিন্ন ধরনের ঋণ সুবিধা মঞ্জুর করে। এরপর গোপাল আগরওয়ালাকে ৮৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী দীপা আগরওয়ালাকে ৩০ কোটি ৮০ লাখ ১৪ হাজারসহ সর্বমোট ১১৪ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা ঋন প্রদান করা হয়। পরবর্তীতে তারা ব্যাংকের নিকট থেকে গৃহীত ঋণের টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপন করতে থাকে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের মৌখিক আশ্বাসে এবং ব্যবসায়ীক দিক বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনরুপ আইনগত পদক্ষেপ গ্রহন করা থেকে বিরত থাকে এবং গৃহীত ঋনের টাকা পরিশোধের জন্য সময় প্রদান করে। অতঃপর তারা ব্যাংকের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সম্পূর্ন রুপে আত্মপোগন করে। ব্যাংক কর্তৃপক্ষ খোঁজ খবর নিয়ে জানতে পারেন, ওই দম্পতি ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে দেশের বাইরে অবস্থান করছেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে।
×