ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরে চাঞ্চল্যকর বহু শিশু ধর্ষণকারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরে চাঞ্চল্যকর বহু শিশু ধর্ষণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চাঞ্চল্যকর বহু শিশু ধর্ষণকারী এক যুবককে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। আটককৃতের নাম- মোঃ মোশাররফ হোসেন(৩৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার দক্ষিণ সালনা (আরশপাড়া) এলাকার মৃত আঃ মালেকের ছেলে। র‌্যাব-১এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার এক শিশুকে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিয়ে যায় মোশারফ। পরে ওই শিশুকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাতে পশ্চিম চতর বাজার স্কুল গেইট এলাকার ময়না দ্বীপের ঝোপের ভিতর নেয়। সেখানে ওই শিশুকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে সে। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন শনিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে র‌্যাব-১এর সদস্যরা দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মোশারফকে আটক করে। র‌্যাব’র কর্মকর্তা আরো জানান, আটককৃত মোশারফ ইতোপূর্বে ফুসলিয়ে বহু মেয়েকে ধর্ষণ করেছে বলে র‌্যাব’র কাছে স্বীকার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×