অনলাইন রিপোর্টার ॥ যশোরের কিশোর শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করে নিয়ে যাওয়া তার ব্যাটারিচালিত ভ্যানটিও।
সোমবার দুপুরে ওই তিনজনকে ভ্যানটিসহ গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মলন করে বিষয়টি জানানো হয়। কিশোর শাহীন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।