ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাদারীপুরে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০২:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

মাদারীপুরে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতরাতে নড়াইল, রাজবাড়ি ও মাগুরা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার পরনান্দুয়ালী গ্রামের হাজী আ: খালেক মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল বেপারী (২৬), নড়াইলের লোহাগড়া থানার বাকি শরীফের ছেলে হোসেইন শরীফ (৩০), রাজবাড়ির পাংশা থানার নাপুড়িয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে গালিফ শেখ (২৪)। ডিবি পুলিশ জানায়, গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে শহরের শকুনী লেক এলাকার একটি বাসার কলাসিপল গেটের তালা ভেঙ্গে মাদারীপুরের এনএসআই’র কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীর মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল চুরি হয়। পরদিন মাদারীপুর সদর মডেল থানায় একটি চুরির মামলা হয়। পরে মামলাটির তদন্ত হস্তান্তর করা হয় জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কাছে। পরে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। মাদারীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, মোটরসাইকেল চোরচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
×