ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নেত্রকোনায় কালী মন্দিরের মূর্তি ভাংচুর

প্রকাশিত: ০০:৩৫, ২৬ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় কালী মন্দিরের মূর্তি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোন ॥ নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশধার পূর্বপাড়া গ্রামের সর্বজনীন কালী মন্দিরের চারটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মন্দির সংলগ্ন বাড়ির বাসিন্দা মানিক সরকার জানান, গতরাত তিনটার দিকে তিনি ঘুম থেকে উঠে নিজের মৎস্য খামার দেখতে যান। এ সময় সংলগ্ন কালী মন্দিরের গেটে একটি বাঁশ দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন বাঁশটিতে আংটা লাগিয়ে কে বা কারা মন্দিরের মূর্তিগুলো ভাংচুর করে চলে গেছে। ভাংচুর করা মূর্তিগুলোর মধ্যে রয়েছেঃ কালী, রাধা-কৃষ্ণ ও জগাই-মাধাই। দুর্বৃত্তরা মূর্তিগুলোকে ভেঙ্গে মাটিতে ফেলে দিয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্দিরের গ্রিলের গেটের বাইরে থেকে বাঁশের আংটার সাহায্যে কে বা কারা মূর্তিগুলো ভাংচুর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
×