ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চিকিৎসার নামে অপচিকিৎসা, নওগাঁয় একটি ক্লিনিক ও হোমিও চিকিৎসা কেন্দ্র বন্ধ ঘোষনা

প্রকাশিত: ০১:২৯, ২৪ অক্টোবর ২০১৬

চিকিৎসার নামে অপচিকিৎসা, নওগাঁয় একটি ক্লিনিক ও হোমিও চিকিৎসা কেন্দ্র বন্ধ ঘোষনা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলা সদরে চিকিৎসার নামে অপচিকিৎসা ও অপরিছন্ন-নোংরা পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে উপজেলার ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং মেছের হোমিও হল বন্ধ ঘোষনা করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন বুলবুল ওই দুটি সেবা কেন্দ্র পরিদর্শন শেষে এই ঘোষনা দেন। সিভিল সার্জন জানান, ইসলামিয়া ক্লিনিকের মালিক এস এম নাজিম বাবু ১০ শয্যার ক্লিনিকের অনুমোদন নিয়ে ২৭ শয্যা বসিয়ে অত্যন্ত নোংরা পরিবেশে চিকিৎসার নামে সাধারণ মানুষের নিকট অর্থ হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, ওই ক্লিনিকে সার্বক্ষনিক একজন এমবিএস ডাক্তার থাকার কথা থাকলেও ক্লিনিকে ওই সময় কাউকে পাওয়া যায়নি। এমন কি কোন ডাক্তারই নেই। আয়া-পিয়ন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্লিনিকে টিন সেডের গ্যারেজে ডায়াগনষ্টিক কেন্দ্র স্থাপন করে রোগীর প্যাথলজি রির্পোট তৈরী করা হচ্ছে। অথচ ওই সেন্টারে কোন প্যাথলজিষ্ট বা টেকনিয়াশিয়ান খুজে পাওয়া যায়নি। একই সময়ে তিনি শহরের মেছের হোমিও হল পরিদর্শন করে দেখতে পান, সেখানে হোমিও ওষুধের চেয়ে আয়ুর্ব্বেদিক ওষুধই বেশী। সেখানে আবার সর্বরোগের চিকিৎসা দেয়া হচ্ছে। একজন হোমিও চিকিৎসক শুধু হোমিও চিকিৎসা দিবেন। তিনি অন্য কোন চিকিৎসা দেয়া অপরাধ। এই কারনে ওই দুটি চিকিৎসা সেবা বন্ধ ঘোষনা করা হয়েছে। এদিকে জেলার মহাদেবপুর উপজেলার কলাবাগান এলাকায় ভূয়া হাড়-জোড় বিশেষজ্ঞ ডাক্তার সেজে ডা. ইজবর আলী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে তার চেম্বারে গেলে কথিত ওই ডাক্তার চেম্বার ছেড়ে প্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যায়।
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার