ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

“মা আমার পা নেই কি করে আসবো”

প্রকাশিত: ২২:১৮, ৪ জুলাই ২০১৬

“মা আমার পা নেই কি করে আসবো”

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাড়িতে ছোট ভাই-বোন অপেক্ষা করছে বড় বোন তাদের জন্য ঈদের নতুন পোষাক নিয়ে আসবে। এইতো সোমবার রাতেও বৃদ্ধ মা ও ছোট ভাই-বোনের সাথে কথা বলেছে ফারজানা। ভাইবোনকে সে ফোনে জানিয়েছেন, “আমি স্টীমারে উঠেছি, তোমাদের জন্য জামা, সুন্দর সুন্দর প্যান্ট কিনেছি, আর মায়ের জন্য একটি শাড়ী”। বড় বোনের কাছ থেকে এতো বড় আনন্দের সংবাদ শুনে তার আসার অপেক্ষার প্রহর গুনছিলো ছোট ভাই-বোনেরা। ভোরে হঠাৎ মায়ের ফোনটা বেঁজে উঠে। সবাই ভাবছিলেন, হয়তো ফারজানা এসে পড়েছে। কিন্তু ফারজানা আসেনি। ফোন করে ফারজানা মাকে জানালো “মা আমার পা নেই, আমি কি করে বাড়িতে আসবো। কবেই বা আসবো আমার পা যে কেটে ফেলেছেন চিকিৎসকরা”। সূত্রমতে, ফারজানার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা সদরে। পেশায় একজন গার্মেন্টস কর্মী। দিনরাত পরিশ্রম করে কতোইবা বেতন পান। আশা ছিলো পরিবারের সাথে ঈদ করবেন। ঢাকা থেকে পিএস মাহসুদ নামের স্টীমারে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। তার সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী-৭ লঞ্চ। সোমবার ভোরে সদর উপজেলার চরবাড়ীয়া এলাকায় পিএস মাহসুদের ওপর বেপরোয়া গতিতে উঠিয়ে দেয় লঞ্চটি। এতে দুমড়ে মুচড়ে যায় স্টীমারের একাংশ। নিহত হয়েছেন ৫ জন। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয় শেবাচিম হাপসপাতালে। তাদের মধ্যে ফারজানার অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ।
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার