সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে জমির দখলদার নিয়ে বিরোধ মামলায় আদালতে দাখিল করা প্রতিবেন নিয়ে বিপাকে পড়েছে বাদি-বিবাদি উভয় পক্ষ। রায়পুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ আনম নিজাম উদ্দিন প্রতিবেদন দিয়েছেন বাদি মোঃ জামাল হকের পক্ষে। অপর দিকে পৌর তহসিলদার প্রহলাদ মজুমদার বিবাদি জসিম উদ্দিনের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। এনিয়ে বাদি-বিবাদি উভয় পক্ষের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও উত্তেজনা। যে কোন সময় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাবাসী। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৭নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের জিনের মসজিদ সংলগ্ন মৃত সালামত উল্যার বাড়ীতে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাবে এসে একই ঘটনায় দুই রকম প্রতিবেদনের কপি দেখিয়ে ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন সাংবাদিকদের কাছে এঘটনার প্রতিকার দাবি করেছেন।
এঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ আনম নিজাম উদ্দিন ও পৌরসভার তহসিলদার প্রহলাদ মজুমদার উভয়েই সঠিক প্রতিবেদন আদালতে দিয়েছেন বলে দাবি করেন।