ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আমার রুমে এসে তিনজন হিন্দিতে কথা বলে: মেজর নূরের স্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৮ ডিসেম্বর ২০২৪

আমার রুমে এসে তিনজন হিন্দিতে কথা বলে: মেজর নূরের স্ত্রী

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামীর লাশ এখনও পাওয়া যায়নি এবং এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও গত চার মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি।

তিনি জানান, ২০০৯ সালের ৩ মার্চ পিলখানায় তাকে আটক করা হয়েছিল এবং সেই সময় তাকে ধরে রাখা তিনজন ব্যক্তি হিন্দি ভাষায় কথা বলছিল। এই বিষয়ে কথা বলার কারণে তাকে বহু অপমান সহ্য করতে হয়েছে এবং কোনো চাকরির সুযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য গত চার মাসে বারবার চেষ্টা করেও যথাযথ কর্তৃপক্ষের অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ...২০০৯ সালের ৩ মার্চ আমি বলেছিলাম, পিলখানায় যারা আমাকে ধরে নিয়ে বন্দী করেছিল, তাদের মধ্যে তিন জন হিন্দি ভাষা বলছিল। এ জন্য এ পর্যন্ত আমি অনেক অপমানের শিকার হয়েছি, কোনো জায়গায় আমাকে চাকরি করতে দেওয়া হয়নি।’

তাসনুভা মাহা আরও বলেন, তার সন্তানদের কোল থেকে কেড়ে নিয়ে তাদের পোশাক খুলে চেক করা হয় এবং বলা হয়, পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখা হবে না। তিনি প্রশ্ন তোলেন, বিডিআর সদস্যরা কি কখনো এমন কথা বলতে পারে? নাকি তার স্বামী কিংবা তিনি পাকিস্তানি ছিলেন?

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের আহ্বানে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাযজ্ঞ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি বিদ্রোহ নয় বরং সাজানো হত্যাকাণ্ড।

সমাবেশে নিহত ও কারাবন্দী কর্মকর্তাদের পরিবারের সদস্যরা, চাকরিচ্যুত কর্মকর্তারা এবং সাধারণ বিডিআর সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বিজিবি'র নাম পরিবর্তন করে বাহিনীটির পুরনো নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ফিরিয়ে আনার দাবি তোলেন। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে।

এম.কে.

×