ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বরিশালে ট্রাক চাঁপায় শিশু নিহত

প্রকাশিত: ০০:১০, ৩ জুলাই ২০১৬

বরিশালে ট্রাক চাঁপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহাসড়কের পাশে অবৈধ প্লাষ্টিক গুড়া করার কারখানার কারনে ফুটপাতের রাস্তা সংকুচিত হওয়ায় ট্রাক চাঁপায় আসাদ (৮) নামের এক পথচারী শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা দুইটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায়। নিহত আসাদ পশ্চিম আশোকাঠী গ্রামের শহীদুল ইসলাম সরদারের পুত্র। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে জনৈক মজিবর রহমানের প্লাষ্টিক গুড়া করার কারখানার সামনে স্তুপ করে রাখা প্লাষ্টিকের বোতল ও বালু ভরাটের কারণে ফুটপাতের রাস্তা সংকুচিত হয়ে যায়। রবিবার বেলা দুইটার দিকে ওইস্থান দিয়ে মালবোঝাই ট্রাক যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে পথচারী শিশু আসাদকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যায়।
×