ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

সুন্দর ব্যবস্থাপনা ॥ ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা

প্রকাশিত: ২২:৪৩, ৩ জুলাই ২০১৬

সুন্দর ব্যবস্থাপনা ॥ ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ এবার ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য সরকারের গৃহীত সুন্দর ব্যবস্থাপনা আর দীর্ঘ ছুটির কারণে নাড়ির টানে নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরছেন। ১ জুলাই থেকে শুরু হয়েছে টানা ৯দিনের ছুটি। তাই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে খোশ মেজাজে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ। নৌপথ কিংবা সড়ক মহাসড়কে কোথাও যানজট নেই। সরকার ঈদের অনেক আগেই সড়ক মহাসড়কগুলো মেরামত করে চলাচলে উপযোগী করে রেখেছে। নেই পরিবহন স্বল্পতা। ঈদের ছুটি শুরু হওয়ার তৃতীয় দিন রবিবার সকাল থেকে রাজধানী ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। নৌপথ ও সড়ক পথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার শিবচরের কাওড়াকান্দি ঘাটে প্রাণচাঞ্চল্য। লঞ্চ, স্পিডবোট, ফেরিতে কাওড়াকান্দি ঘাটে এসে নামছেন হাজার হাজার ঘরমুখো যাত্রী। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি থাকলেও ঘরে ফেরা মানুষের চোখে-মুখে ছিল প্রশান্তির ছাপ। তবে বরাবরের মতো এবারও লঞ্চ ও পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের মাঝে। দু‘দিন আগে কাওড়াকান্দি ঘাটে আইন-শৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে কাওড়াকান্দি ঘাটের সকল পরিবহন ও নৌপরিবহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিক-চালকসহ অন্যান্যদের আন্তরিকতার সাথে ঈদ মৌসুমে কাজ করে যেতে আহব্বান জানান জেলা প্রশাসক। কাওড়াকান্দি মাইক্রোবাস স্ট্যান্ডে মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ, বিআইডব্লিউটিএর পরিদর্শক এবিএস মাহমুদ, বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষু, শিবচর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু খলিফা, খান জাহান আলী পরিবহনের কাওড়াকান্দি ঘাট পরিচালক মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ শ্রমিক নেতারা। পুলিশ সুপার বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে সর্বদা কাওড়াকান্দি ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ঘরমুখো যাত্রীদের ঘরে ফেরা এবং কর্মস্থলে ফিরে যাওয়া পর্যন্ত আমাদের তীক্ষ èনজর থাকবে। তাছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, র‌্যাব, আনসারসহ ভ্রাম্যমান আদালতের টিম যাত্রীসেবার কাজে নিয়োজিত থাকবে।’ রাতে স্পিডবোট চলাচলের ব্যাপারে জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার পরে খুব বেশি হলে এক ঘন্টা পর্যন্ত যাত্রীদের কথা মাথায় রেখে আমরা স্পিডবোট চলাচলের ব্যবস্থা রাখবো। এর পরে কোন ভাবেই রাতে স্পিডবোট চলবে না। তাছাড়া আবহাওয়া বৈরি হলে ফেরিযোগে যাত্রী পারাপার করা হবে।’
×