ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে দুই ব্যক্তিকে জরিমানা ও ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১৯:০৬, ৩০ অক্টোবর ২০২০

বোয়ালমারীতে দুই ব্যক্তিকে জরিমানা ও ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে সহস্রাইল- রুপাপাত সড়কের পাশে পুরাতন ভাংগাড়ি রাখার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সুত্রে জানা যায়, শুক্রবার (৩০/১০/২০২০) সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সড়কের পাশে বিভিন্ন প্রকার ভাংগাড়ি রাখার অপরাধে ব্যবসায়ী সহস্রাইল গ্রামের বাসিন্দা আওয়াল বিশ্বাসকে (৫০) দুই হাজার টাকা ও ইকরাম হোসেন বিশ্বাসকে (৪৭) ৫হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। অপরদিকে কাটাগড় দেওয়ান ভিটার পাশে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল এক বালু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায়ে আগুন দিয়ে পুড়িয়ে ড্রেজার মেশিন ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
×