ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ইতালির ১৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০৫:০১, ১৮ এপ্রিল ২০২০

ইতালির ১৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক॥ ইতালির প্রায় ১৭ হাজার স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশই মহিলা। ইতালির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। এই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালিতে মোট করোনা আক্রান্তের ১০ শতাংশই স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের পরিচর্যা করতে গিয়ে তাদের শরীরেও ভয়ানক ভাইরাস সংক্রমিত হয়েছে। আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের এই রিপোর্টে আক্রান্তের উল্লেখ থাকলেও কত জন স্বাস্থ্যকর্মী এ পর্যন্ত করোনায় মারা গিয়েছেন, সেই তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইতালির মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি রিপোর্ট জানাচ্ছে, কোভিড-১৯ সংক্রমণে ইতালিতে ১২৫ ডাক্তার মারা গেছেন। ইতালির সংবাদমাধ্যমে দাবি করা হয়, ওই ডাক্তারদের পাশাপাশি ৩৪ নার্স এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি। তাদের সর্বশেষ তথ্য বলছে,ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৪৩৪ জন। সেরে উঠেছেন ৪২ হাজার ৭২৭ জন।
×