ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

পটুয়াখালীর হাসপাতালের তত্বাবধায়কসহ ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৯:৪৩, ১০ এপ্রিল ২০২০

পটুয়াখালীর হাসপাতালের তত্বাবধায়কসহ ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিনসহ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহকারী রোগির কোভিড-১৯ পজেটিভ হওয়ায় আজ শুক্রবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ওই তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অপর দুইজন হচ্ছেন, পটুয়াখালী আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদ। সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি.এম দেলোয়ার করোনা উপসর্গ (জ¦র-সর্দি-কাশি) নিয়ে অসুস্থ্য অবস্থায় গত ৮ এপ্রিল পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন। তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমানের সম্পর্কে খালাতো ভাই হওয়ায় তত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে দিয়ে নমুনা সংগ্রহ করানো হয়। গতকাল ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার নিজ বাসভবনে জি.এম দেলোয়ার মারা যান। আজ শুক্রবার তাঁর নমুনায় কোভিড-১৯ পজেটিভ আসে। এ কারণে জি.এম দেলোয়ারের সংস্পর্শে যাওয়া পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিন, ডা. মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে পটুয়াখালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
×