ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে ৬ জনের নমুনা টেস্ট রিপোর্টে করোনা শনাক্ত হয়নি

প্রকাশিত: ০৪:৫১, ৬ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জে ৬ জনের নমুনা টেস্ট রিপোর্টে করোনা শনাক্ত হয়নি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আযান হবে মসজিদে -নামাজ হবে যার যার বাড়িতে ঘরে ঘরে। সিরাজগঞ্জ শহরের প্রতিটি মহল্লার মসজিদ থেকেই এমন ঘোষণা দেয়া হচ্ছে। মুসুল্লীরাও সচেতন হয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জ শহরের মসজিদে আর বড় কোন জামায়াত হচ্ছে না। ইসলামী ফাউন্ডেশন থেকে প্রতিটি মসজিদে এমন বার্তা পেয়ে মোয়াজ্জিন এমন ঘোষনা দিয়েছেন। এদিকে সোমবার জেলার আরও ৮ জনের করোনা ভাইরাস টেস্টের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। গত ১ এপ্রিল আইইডিসিআর-এ পাঠানো সিরাজগঞ্জের ৬ জনের করোনা ভাইরাস নমুনা টেস্টের রিপোর্ট রবিবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পৌঁছেছে। তাদের টেস্ট রিপোর্টে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এই নিয়ে সিরাজগঞ্জ জেলার মোট পাঠানো ৮ জনের করোনা ভাইরাস নমুনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন কোন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি এবং হোম কোয়ােেরন্টাইনে রাখা আরও ১২ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা মোট ৫৯৩ জনের মধ্যে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ৫২৮ জন। জেলায় এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে মাত্র ৬৫ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্র এই সকল তথ্য জানিয়েছে।
×