ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

আমতলীতে বৃষ্টিতে অর্থ কোটি কাঁচা ইট নষ্ট

প্রকাশিত: ০৩:১৪, ৫ এপ্রিল ২০২০

আমতলীতে বৃষ্টিতে অর্থ কোটি কাঁচা ইট নষ্ট

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার উপকুলীয় উপজেলা আমতলীতে শনিবার সন্ধ্যায় তুমুল বৃষ্টিতে অন্তত অর্থ কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ২৩ টি ইটভাঁটির প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ইটভাঁটির মালিকরা। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে এই সময়ে বৃষ্টির ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না বলে দাবি করেন ইটভাটি মালিকরা।দ্রুত তারা সরকারের কাছে সহায়তার দাবি করেছেন। জানাগেছে, শনিবার সন্ধ্যায় উপকুলীয় আমতলী উপজেলায় তুমুল বৃষ্টি হয়। আধা ঘন্টা তুমুল বৃষ্টিতে উপজেলার ২৩ টি ইটভাঁটির অন্তত অর্ধ কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ইট ভাঁটির মালিকরা। নষ্ট ইট অপসারনে সমস্যা হওয়ায় অনেক ইটভাটি বন্ধের উপক্রম হয়েছে। ফলে বিপাকে পরেছে ইটভাটির মালিকরা। নষ্ট ইট অপসারন না করা পর্যন্ত নতুন ইট তৈরি করা যাবে না। ইটভাটির মালিকরা জানান, দুইভাবেই ইটভাটির মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। একদিকে কাঁচা ইট নষ্ট হয়েছে অন্যদিকে নষ্ট ইট অপসরনে টাকার প্রয়োজন । তারা আরো জানান, বৃষ্টির কারনে সময়ের পনের দিন পূর্বেই ইট পোড়ানো বন্ধ হয়ে যাবে। আর তেমন ইট পোড়াতে পারবো না। রবিবার সরেজমিনে জিমি , সাউথ , কেএবি , আরএএবি, সাগর , আকন, মুন্সি , ঢাকা, মা , আরএনটি, এএটি, এনবিএম ও তৌহিদ ইটভাঁটি ঘুরে দেখাগেছে, তুমুল বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে এবং দলা হয়ে কাঁদায় পরিনত হয়েছে। ইট নষ্ট হওয়ায় ভাটির মালিকরা হতাশ হয়ে পড়েছেন।
×