ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

‘ত্রাণ শুধু সেনাবাহিনী বিতরণ করবে’ খবরটি অসত্য ও বানোয়াট

প্রকাশিত: ০৯:৩৮, ৩ এপ্রিল ২০২০

‘ত্রাণ শুধু সেনাবাহিনী বিতরণ করবে’ খবরটি অসত্য ও বানোয়াট

জনকণ্ঠ রিপোর্ট ॥ ‘এখন থেকে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী বিতরণ করবে’সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট তথ্য বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘এখন থেকে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এ মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
×