ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

প্রকাশিত: ০২:১২, ১ এপ্রিল ২০২০

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করতে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনায় করোনার বিস্তার রোধে জনসমাগম এড়িয়ে চলার পহেলা বৈশাখসহ এই সময়ের সব ধরনের অনুষ্ঠান (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর আগে, মঙ্গলবার (৩১) ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নববর্ষের সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান আপনারা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন। সেখানে সবাই যত খুশি উৎসব করুন। জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে। এদিকে করোনা ভাইরাস রোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ছুটি আগামী ১১ এপ্রিল বাড়ানো হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
×