ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আগমনে করোনা প্রভাব ফেলতে পারে

প্রকাশিত: ০৪:১৪, ৭ মার্চ ২০২০

মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আগমনে করোনা প্রভাব ফেলতে পারে

অনলাইন রিপোর্টার ॥ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আগমনকে প্রভাবিত করতে পারে আশঙ্কা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কেউ এখন সফরসূচি বাতিল করেননি। শনিবার (৭ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের এখানে সরকারের পূর্ব সতর্কতামূলক তৎপরতায় করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। করোনার সংক্রামন ঠেকাতে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ উদযাপন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের অনেক অতিথিকে। তবে প্রাণঘাতি ভাইরাস করোনা বিশ্বের ৮৭ দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে অনেক আমন্ত্রিত অতিথিদের দেশ। এ অবস্থা বিভিন্ন দেশে ভ্রমণ ও যাতায়াত ব্যবস্থা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ অবস্থায় আমান্ত্রিতদের একটি বড় অংশ মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×