ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

জিম্বাবুয়েকে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

প্রকাশিত: ০৯:২৫, ৩ মার্চ ২০২০

জিম্বাবুয়েকে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

অনলাইন রিপোর্টার ॥ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। ম্যাচের শুরুতেই জিম্বাবুয়ের দুর্গে আঘাত হানেন শফিউল ইসলাম। ইনিংসের ৪র্থ ওভারের প্রথম বলে রেগিস চাকাবাকে (২) তুলে নেন শফিউল। এরপর দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেইলর আসেন কামুনহুকামুয়েকে সঙ্গ দিতে। দুইয়ে মিলিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে রোডেশিয়ানরা। তবে ১০ম ওভারে শফিউলের ওভারে মিরাজের দুর্দান্ত এক ফিল্ডিংয়ে টেইলরকে (১১) রান আউট করে বিদায় করেন। এরপর অধিনায়ক শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনাশি। তবে মিরাজের বলে এলবি হয়ে শন (১৪) ফিরলে ভাঙে ২৩ রানের জুটি। জিম্বাবুয়ের অধিনায়ক যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ মাত্র ৬৭ রান। অন্যরা যখন আসা যাওয়ার মিছিলে তখন উইকেটের এক প্রান্ত আকড়ে ধরে রাখেন তিনাশি কামুনহুকামুয়ে। দারুণ এক অর্ধশতকে লড়াই করছিলেন একাই। তবে ২৪তম ওভারে তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে তিনাশি করেন ৫১ রান। ৫ম উইকেটে ৮১ রানের দুর্দান্ত জুটি গড়েন সিকান্দার রাজা এবং ওয়েসলি মেধেভেরে। অর্ধশতক তুলে নিয়ে ব্যক্তিগত ৫২ রানে তাইজুলের বলে এলবি হয়ে ফেরেন তিনি। মাধেভের ফেরার পর ভয়ংকর হয়ে ওঠেন সিকান্দার রাজা। দুর্দান্ত ব্যাটিংয়ে পূর্ণ করেন অর্ধশতক। এরপর ৬৬ রানে মাশরাফির শিকার হয়ে ফেরেন দলীয় ২২৫ রানে। তার আগে অবশ্য সিকান্দারকে সঙ্গ দেওয়া মুতুম্বামিকে (১৯) নিজের ৩য় শিকারে পরিণত করেন তাইজুল। শেষ মুহুর্তে এসে বেশ ভালই সামাল দিতে থাকে সফরকারীরা। টিনোটেন্ডা মুতোমবোদজি এবং ডোনাল্ড তিরিপানো শক্ত জুটি গড়েন। কিন্তু আল আমিনের বোলিংয়ে ডোনাল্ড তিরিপানো ২৫ বলে ৪৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান। এরপর আর কেউই দলকে সমতায় ফেরাতে পারেননি। পুরো ওভার খেলে ৪ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে দল। এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলনেতা মাশরাফি বিন মোর্তজা। তামিম ইকবালের ১৫৮ এবং মুশফিকের ৫৫ রানের উপর ভর করে ৩২২ রানের বড় স্কোর করে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলনেতা মাশরাফি বিন মোর্তজা। ম্যাচের শুরুতে মাত্র ৯ রান করে রান আউট হন লিটন দাস। এর একটু পরেই আবারও রান আউটের শিকার হয়ে মাত্র ৬ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর তামিম এবং মুশফিকের জুটিতে বেশ ভাল রানের সংগ্রহ করে লাল সবুজের দল। অর্ধশতক করে তামিম তার ক্যারিয়ারের ৭ হাজার রানরে মাইলফলক স্পর্শ করেন। এদিকে, ওয়েসলি মাধেভেরের বলে ৫৫ রান করে আউট হয়ে যান মুশফিক। এরপর মাহমুদুল্লাহ এসে ৪১ রান যোগ করে চার্লটন শুমার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এর মোহাম্মদ মিথুন ৩২ রান করে অপরাজিত থাকেন। তামিম আউট হন ১৫৮ রান করে।
×